কীট নেই, বান্দরবানের আক্রান্ত ব্যক্তিদের নমুনা পরীক্ষা কক্সবাজার মেডিকেলে

NewsDetails_01

বান্দরবানে করোনা শনাক্তের কীট আসেনি। করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তিদের নমুনা পরীক্ষা হবে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে । নিরাপত্তার কথা চিন্তা করে এরইমধ্যে বান্দরবান জেলা প্রশাসক থেকে একটি গাড়ি রিকুইজিশন চেয়েছে জেলা সিভিল সার্জন ।

NewsDetails_03

জেলা সিভিল সার্জন অংসুই প্রু জানান, নমুনা পরীক্ষার প্রয়োজনীয় ল্যাব বান্দরবানে নেই । তাই আমাদের এখানের সন্দেহজনক করোনাভাইরাসের আক্রান্ত ব্যক্তিদের নমুনা নিয়ে কক্সবাজার মেডিকেল হাসপাতাল কলেজে নিয়ে যাওয়া হবে । ওইখানেই পরীক্ষা করা হবে ।

তিনি আরো বলেন, WHO গাইডলাইন দিয়েছে ওরা গাড়ি দিবে । উপজেলায় কোন সন্দেহজনক ব্যক্তি থাকে তাহলে আমাদের কর্মচারীরা ওইখানে গিয়ে নমুনা নিয়ে গাড়িতে করে কক্সবাজারে নিয়ে যাবে। এরইমধ্যে জেলা প্রশাসকের কাছ থকে একটি গাড়ি রিকুইজিশন চাওয়া হয়েছে। জেলাটি খুব কাছে হওয়ায় আমরা খুব দ্রুত নমুনা পরীক্ষার ফল পাবো ।

আরও পড়ুন