কুরআনে হাফেজ হওয়ার স্বপ্ন নিয়ে ছবক নিল শিক্ষার্থীরা

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আনোয়ারা বেগম দাখিল মাদ্রাসার অধীন হেফজ শাখার আদর্শগ্রাম আনোয়ারা বেগম তা’লীমুল কোরআন মাদ্রাসার হিফয ও নাজেরার ছবক প্রদান ও দোয়া অনুষ্ঠিত হয়।

আজ রোববার ১১মে বেলা সাড়ে ১০টার দিকে আনোয়ারা বেগম তা’লীমুল কোরআন মাদ্রাসার হিফয ও নাজেরা বিভাগ ভবনে অনুষ্ঠিত ছবক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাও. হারুনুর রশীদ।

তাঁর সার্বিক তত্ত্বাবধানে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ছবক প্রদান কার্যক্রম পরিচালিত হয়। তিনি শিক্ষার্থীদের কুরআন হিফজের বিষয়ে নানাবিধ দিক নির্দেশনাও প্রদান করেন।

NewsDetails_03

আনোয়ারা বেগম দাখিল মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি প্রকৌশলী মৌকছেদ আলমের সভাপতির অনুষ্ঠানে খেদাছড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাও: জামাল উদ্দিন, আব্দুল কাদের মেম্বার প্রমুখ বক্তব্য দেন।

অনুষ্ঠানে, ১৯ জন শিক্ষার্থীদের মধ্য থেকে ১০ জন কে হেফজ বিভাগে অপর ৯জনকে নাজেরা বিভাগে ছবক প্রদান করা হয়।

শিক্ষার্থীদের কোরআন শিক্ষায় দক্ষ করে গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য জানিয়ে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি প্রকৌশলী মৌকছেদ আলম বলেন, একজন মানুষের জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অর্জন হচ্ছে আল -কুরআন। সন্তানের প্রথম শিক্ষাটা যেন কুরআন দিয়ে হয়। মানুষ হতে হলে কুরআনের শিক্ষা লাগবে। কুরআন-হাদিস ভিত্তিক পরিচালিত শিক্ষাই সফল। ভবিষ্যতে আরও উন্নতমানের ইসলামী
শিক্ষার পরিবেশ গড়ে তোলার লক্ষ্যেও কাজ চলছে বলে তিনি জানান।

অনুষ্ঠানে, আনোয়ারা বেগম দাখিল মাদ্রাসার পরিচালনা কমিটির সহ-সভাপতি মো. আবুল হাসেম, আনোয়ারা বেগম দাখিল মাদ্রাসার সুপার মাও: হুমায়ুন কবির, সিনিয়র. আরিফুল ইসলাম, দাতা সদস্য হাজী মো. শাহাআলম, বিশিষ্ট ব্যাবসায়ী সামসুদ্দিন বাবুল, কমিটির অপর সদস্য অভিভাবক, শিক্ষার্থীসহ অনেকে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন