কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দিল রাঙামাটি ছাত্রলীগ
কেন্দ্রীয় ছাত্রলীগের আহ্বানে সাড়া দিয়ে রাঙামাটির কাউখালীতে কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
আজ সোমবার (৮ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত তারা কাউখালী উপজেলার বেতবুনিয়া মহাজন পাড়া এক কৃষকের ৪ শতাংশ জমির ধান কাটেন। রাঙামাটি জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অনু মং চৌধুরীর নেতৃত্বে ধানগুলো কাটা হয়। এসময় কাউখালী উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা ধান কাটায় অংশগ্রহণ করেন।

ছাত্রলীগ নেতারা জানান, জমির ধান পেকে আছে, অথচ কৃষক শ্রমিকের অভাবে ধান কাটতে পারছিলেন না। এমন সময় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সম্পাদকের নির্দেশে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অনু মং চৌধুরীর নেতৃত্বে কাউখালী উপজেলার বেতবুনিয়ার মহাজন পাড়ার এক কৃষকের ৪ শতাংশ জমির পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। এতে খুশি ঐ কৃষক। পর্যায়ক্রমে হতদরিদ্র অন্যান্য কৃষকের ধানও কাটা হবে বলে জানান তারা।
ঐ কৃষক বলেন, আমার পাকা ধান কাটতে শ্রমিকের মজুরি লাগতো। ছাত্রলীগের নেতাকর্মীরা আমার ধান কেটে দিয়েছে বিনামূল্যে। এতে আমার অনেক উপকার হয়েছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞ।