কেউ ভ্রমনে আসবেন না : রাঙামা‌টির জেলা প্রশাসক

NewsDetails_01

পর্যট‌ন শহর রাঙামা‌টিতে বেড়াতে না আসার অনুরোধ করেছেন জেলা প্রশাসক এ কে মামুনুর র‌শিদ।

তি‌নি বলেন,করোনা সতর্কতার জন্য একদিকে রাঙামা‌টি ভ্রমনে পর্যটকদের নিরুৎসা‌হিত করতে হবে। অন্য‌দিকে শিক্ষা প্র‌তিষ্ঠান বন্ধের সুযোগ নিয়ে কেউ যেন বেড়াতে না যায় সেদিকে ও খেয়াল রাখ‌তে হবে। করোনার মত প্রাদুর্ভাব থেকে দেশকে মুক্ত করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।

NewsDetails_03

আজ বুধবার (১৮মার্চ) বিকালে জেলা প্রশাসনের সভাকক্ষে করোনা ভাইরাস প্রাদুর্ভাব প্রতিরোধ ও নিয়ন্ত্রণে গঠিত জেলা কমিটির সভায় একথা বলেন জেলা প্রশাসক এ কে এম মামুনুর র‌শিদ।

‌তি‌নি আরো বলেন,শিক্ষা প্র‌তিষ্ঠান বন্ধ দেয়া হয়েছে করোনার প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে এবং বাচ্চারা যাতে বাসাবাড়িতে থাকে। ‌বেড়ানোর জন্য শিক্ষা প্র‌তিষ্ঠান বন্ধ দেয়া হয়‌নি। তি‌নি অ‌ভিভাবকদের এ বিষয়ে সচেতন হওয়ার পরামর্শ দেন। আর যারা রাঙামা‌টিতে বেড়াতে আসার প‌রিকল্পনা করছেন আপাততঃ স্থ‌গিত রাখারও আহবান জানান ডি‌সি।

এদিকে জেলা সদরে সর্বমোট ৬ জন হোম কোয়ারেন্টেইনে আছে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। তারা সবাই প্রবাসী। অন্যদিকে করোনা মোকাবেলায় জেলা স্বাস্থ্য বিভাগ থেকে সব ধরণের প্রস্তু‌তি নেয়া হয়েছে বলেও জানা‌ গেছে স্বাস্থ্য বিভাগ থেকে।

আরও পড়ুন