কেন্দ্রীয় সভাপতির সাথে সৌজন্য সাক্ষাত করলেন কাপ্তাই ছাত্রলীগ

কেন্দ্রীয় সভাপতির সাথে সৌজন্য সাক্ষাত করলেন কাপ্তাই ছাত্রলীগ
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, আগামী নির্বাচনে জন নেত্রী শেখ হাসিনাকে আবারোও ক্ষমতায় পাঠাতে হলে ছাত্রলীগের প্রতিটা নেতা কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে নৌকা প্রতিককে বিজয়ী করতে হবে। তিনি আরো বলেন, শেখ হাসিনা এখন বিশ্ব নেত্রী, হাসিনার হাত ধরে বাংলাদেশ এখন বিশ্ব দরবারে মাঁথা উঁচু করে দাঁড়িয়েছে। তাই সরকারের প্রতিটি সাফল্যকে জনগনের সামনে তুলে ধরতে হবে। বান্দরবান থেকে সাংগঠনিক সফরে গতকাল সোমবার তিনি রাঙামাটি যাবার সময় কাপ্তাই উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা উপজেলা সদরে তাঁকে শুভেচ্ছা জানাতে গেলে কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ একথা বলেন।
এসময় কাপ্তাই উপজেলা ছাত্রলীগ সভাপতি এম নুর উদ্দিন সুমন সাধারণ সম্পাদক এ আর লিমনসহ উপজেলা, ইউনিয়ন এবং কর্নফুলী ড্রিগ্রি কলেজের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন