কেপিএমের নতুন এমডি মোঃ মইদুল ইসলাম

NewsDetails_01

রাঙামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলী পেপার মিলস (কেপিএম) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ( এমডি) হিসাবে যোগদান করেছেন মো: মইদুল ইসলাম।

NewsDetails_03

গত শনিবার (২৭ জানুয়ারি) তিনি প্রাক্তন এমডি একেএম আনিসুজ্জামানের কাছ থেকে এমডির দায়িত্ব বুঝে নেন। প্রাক্তন এমডি একেএম আনিসুজ্জামান চট্টগ্রামের ওসমানিয়া কারখানায় বদলী হন।
দায়িত্ব নিয়েই কারখানার লোকসান কমানোর প্রচেষ্টা চালানোর প্রত্যয় ব্যক্ত করেন নতুন এমডি মোঃ মইদুল ইসলাম।

প্রসঙ্গত: নতুন যোগদানকৃত এমডি মো: মইদুল ইসলাম এর আগে কেপিএম এর জিএম (উৎপাদন) দায়িত্ব পালন করে আসছিলেন।

আরও পড়ুন