কেপিএম এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

NewsDetails_01

রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা কর্ণফুলী পেপার মিলস (কেপিএম) এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আজ মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারী) বিকালে কেপিএম আবাসিক এলাকার খেলার মাঠ প্রাঙ্গনে উদ্বোধন করা হয়েছে। কর্ণফুলী পেপার মিলস এর ব্যবস্থাপনা কতৃপক্ষ এবং সিবিএ এর যৌথ আয়োজনে এই খেলার আয়োজন করা হয়।

NewsDetails_03

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন, কর্ণফুলী পেপার মিলস এর ব্যবস্থাপনা পরিচালক একেএম আনিসুজ্জামান। কেপিএম এর মহাব্যবস্থাপক (প্রশাসন) আবদুল্লাহ আল মাহমুদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেপিএম বাণিজ্য বিভাগের প্রধান আবু সায়েদ, উৎপাদন বিভাগীয় প্রধান মোঃ মাইদুল ইসলাম, হিসাব বিভাগীয় প্রধান মুজিব রহমান, এমটিএস বিভাগীয় প্রধান আব্দুল হোসেন রনি, কেপিএম সিবিএ সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারন সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক কাজী মোশাররফ হোসেন। এবং খেলা পরিচালনা করেন বিশিষ্ট খেলোয়াড় আসলাম খান। উদ্বোধনী খেলায় কেপিএম প্রশাসন বিভাগ উৎপাদন বিভাগকে ৩-০ গোলে হারিয়ে জয়লাভ করে।

আরও পড়ুন