কেপিএম দোকানে চুরির ঘটনায় মালামালসহ আটক ২

রাঙামাটি জেলার কাপ্তাই ১নং চন্দ্রঘোনা ইউনিয়নের ৬নং ওয়ার্ড কেপিএম এলাকায় দোকানে চুরির ঘটনায় মালামালসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

NewsDetails_03

আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) আটক আসামিদের রাঙামাটি আদালতে সোপর্দ করা হয়েছে।

কাপ্তাই থানার ওসি মোহাম্মদ কায় কিসলু বলেন, কেপিএম সিনেমা হল সংলগ্ন রাসেল ষ্টোর দোকানের পিছন সাইড ভেঙে মঙ্গলবার গভীর রাতে বিভিন্ন কোম্পানির গুড়ো দুধ চুরি করে নেয়। চুরির ঘটনায় জড়িত মো.মানিক হোসেন(২৫) ও মো.হাসান (১৫)কে আটক করা হয়। এদের বিরুদ্ধে মামলা দায়ের করে রাঙামাটি আদালতে সোপর্দ করা হয়।

আরও পড়ুন