কেপিএম সিবিএ নির্বাচন উপলক্ষে মত বিনিময় সভা

purabi burmese market

আসন্ন ৩০ নভেম্বর রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় অবস্থিত বাংলাদেশ কেমিক্যালস ইন্ড্রাষ্টিজ কর্পোরেশন (বিসিআইসি) এর অন্যতম কাগজ উৎপাদনকারী প্রতিষ্ঠান কর্ণফুলি পেপার মিলস (কেপিএম) লিমিটেডের সিবিএ নির্বাচনকে সামনে রেখে অংশগ্রহনকারী ৩টি শ্রমিক সংগঠন, উপজেলা প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী এবং কেপিএম এর বিভাগীয় কর্মকর্তাদের নিয়ে এক মতবিনিময় সভা আজ সোমবার বিকেলে কেপিএম অতিথি ভবনে অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার নিমিত্তে নির্বাচন আচরণ, বিধি প্রনয়ন, আইন শৃঙ্খলা বিষয়’সহ অন্যান্য আনুষাঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সভায় কেপিএম এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী বিদ্যুৎ কুমার বিশ্বাস, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনতাসির জাহান, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দীন সহ কেপিএম এর বিভাগীয় প্রধানগণ এবং শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।