কে আর সি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আলম আর নেই

NewsDetails_01

রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা কে আর সি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল আলম ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন)। গত সোমবার রাত ৮ টায় তিনি চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন বলে জানান কাপ্তাই উপজেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মাহাবুব হাসান বাবু। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস সহ নানা রোগে ভুগছিলেন বলে তাঁর পরিবারের সদস্যরা জানান।

আজ মঙ্গলবার সকাল ১০ টায় মরহুমের গ্রামের বাড়ি বাঁশখালি উপজেলার চনুয়া ইউনিয়ন এর কতুপখালী গ্রামে জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

NewsDetails_03

এদিকে প্রধান শিক্ষক মোঃ নুরুল আলম এর মৃত্যুতে কে আর সি স্কুল পরিচালনা কমিটির সভাপতি কেপিএম এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিদ্যুৎ কুমার বিশ্বাস, সদস্য উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, সদস্য দীপ্তিময় তালুকদার, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) মুনতাসির জাহান, সাবেক জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াইচং মারমা, সাবেক কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান দিলদার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আহমেদ, ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী,

স্বাধীনতা শিক্ষক পরিষদ কাপ্তাই উপজেলা শাখার সভাপতি বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, সম্পাদক কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাহাবুব হাসান বাবু সহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ গভীর শোক প্রকাশ করেছেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়ে ১ ছেলে সহ অসংখ্য গুনাগ্রাহী রেখে যান।

আরও পড়ুন