কোন সন্ত্রাসী গোষ্টিকে বান্দরবানে থাকতে দেয়া হবে না : পুলিশ সুপার

NewsDetails_01

কোন সন্ত্রাসী গোষ্টিকে বান্দরবানে থাকতে দেয়া হবে না। সন্ত্রাসীদের কোন কার্যক্রমকে কেউ পছন্দ করে না, কোন সন্ত্রাসী দল পার্বত্য এলাকায় বেশিদিন স্থায়ীভাবে ঠিকে থাকতে পারবে না। রবিবার সকালে বান্দরবানের পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের সাথে এক বৈঠকে পুলিশ সুপার জেরিন আখতার একথা বলেন।

এসময় তিনি আরো বলেন, সন্ত্রাসীদের কয়েকটি দল পার্বত্য এলাকার বিভিন্নস্থানে চাঁদাবাজি, অপহরণ ও হত্যাকান্ডেরমত নৃশংস ঘটনা ঘটাচ্ছে, তবে তাদের জীবন ক্ষণস্থায়ী। এক গ্রুপ আরেক গ্রুপের সাথে মারামারি করে আর হত্যার শিকার হয়ে জীবন দেয় অনেক সন্ত্রাসী।

NewsDetails_03

এসময় পুলিশ সুপার জেরিন আখতার আরো বলেন, পার্বত্য এলাকার সব স্থানে সড়ক ব্যবস্থা নেই, অনেক স্থানে মোবাইল নেটওর্য়াক নেই, তাই সব খবর দ্রুত পাওয়া যায়না ফলে পুলিশও দ্রুত ঘটনাস্থলে যেতে পারে না, পুলিশ যেকোন সংবাদ পেলে সে সংবাদের সত্যতা নিশ্চিত করে ঘটনাস্থলে গিয়ে কাজ করছে পুলিশ।

প্রেস বিফ্রিংকালে পুলিশ সুপার জেরিন আখতার, অতিরিক্ত পুলিশ সুপার মো.আব্দুল কুদ্দুছ ফরাজী, অশোক কুমার পাল,সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিনারুল হকসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন