ক্যাচিংঘাটায় অগ্নিকান্ডে দোকান ও বসতবাড়ি পুড়ে ছাই, নারীসহ আহত ৬

NewsDetails_01

বান্দরবানের সদরের ক্যাচিংঘাটা বাজারে আগুন লেগে ১৫টি দোকান ও পাঁচটি বসত বাড়ি পুড়ে গেছে। এসময় বসত বাড়ির একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে একজন নারীসহ ছয় জন আহত হয়েছে। একটি মেকানিকের দোকান থেকে এ আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন দমকলবাহিনীর সদস্যরা ।

আহতরা হলেন, জেসমিন আক্তার, মোঃ আনিসুর রহমান, জাহাঙ্গীর, শাহাদাত, নওশাদ ও ফিরোজ।

NewsDetails_03

বৃহস্পতিবার ভোর রাত ৪টার সময় বান্দরবান সদরে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও দমকল বাহিনীর সদস্যরা জানান, ভোর রাতে ক্যাচিংঘাটার মাহাবুবের মেকানিকের দোকান থেকে হঠাৎ করে আগুনের শিখা দেখতে পায় স্থানীয়রা। মূহুর্তে আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে পাশে থাকা আমির, মামুন ও ইউসুফের দোকানসহ প্রায় ১৫টি দোকন পুড়ে ছাই হয়ে যায়। এছাড়াও দোকানে সাথে লাগোয়া ৫টি বসত বাড়িও পুড়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় দমকলবাহিনীর তিনটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে । আহত পাঁচজনকে উদ্ধার করে বান্দরবান হাসপাতালে ভর্তি করা হলেও জেসমিন আক্তারকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠিয়েছে কর্তব্যরত চিকিৎসক ।

এবিষয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার মোঃ ইদ্রিস জানান, একটি মেকানিকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানতে পেরেছি। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ের চেষ্টা করছি ।

আরও পড়ুন