ক্রীড়াঙ্গনের উন্নয়ন, শেখ হাসিনার দর্শন স্লোগানে রাঙামাটিতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উদযাপন করতে আজ শনিবার বেলা ১১টায় র্যালি বের করা হয়। এতে জেলা প্রশাসনের কর্মকর্তা, ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ, খেলোয়াড় ও ক্রীড়ামোদী মানুষ অংশ নেন।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা ও কৃতি ক্রীড়াবিদদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।
এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ সাইফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার রিফাত আসমা, উপজেলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলামসহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা, ক্রীড়া সংগঠক ও খেলোয়াড়রা।
সংবর্ধনা প্রাপ্ত কৃতি ক্রীড়াবিদরা হলেন পুজা চাকমা, থুইনুয়ে মারমা, উমেহ্লা মারমা, সিংমাপ্রু মারমা, মায়েনু মারমা ও ডসুইশিং চৌধুরী কান্তা।