ক্রীড়া চর্চার মাধ্যমে আগামীর নেতৃত্ব বিকশিত করতে হবে: খাগড়াছড়ির জেলা প্রশাসক

NewsDetails_01

খাগড়াছড়ি স্টেডিয়ামে ‘বাংলাদেশ যুব গেমস ২০১৮’ এর জেলা পর্যায়ে বাছাই পর্বের সমাপনী এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে খাগড়াছড়ির জেলা প্রশাসক মো: রাশেদুল ইসলাম
খাগড়াছড়ির জেলা প্রশাসক এবং জেলা ক্রীড়া সংস্থা’র সভাপতি মো: রাশেদুল ইসলাম বলেছেন, ক্রীড়া চর্চার মাধ্যমে দেশ ও জাতির আগামী নেতৃত্ব বিকশিত করতে হবে। শারীরিক সক্ষমতা অর্জন ও শৃঙ্খলাপূর্ণ জীবনের ভিত্তি সুদৃঢ় হয়। জয়-পরাজয় মেনে নতুন প্রতিযোগিতায় লড়ে যাবার বিরল মানসিকতার জন্য খেলাধূলার কোন বিকল্প নেই।
বৃহস্পতিবার সন্ধ্যায় খাগড়াছড়ি স্টেডিয়ামে ‘বাংলাদেশ যুব গেমস ২০১৮’ এর জেলা পর্যায়ে বাছাই পর্বের সমাপনী এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমাসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সমাপনী দিনে মহালছড়ি এবং সদর উপজেলার ফুটবল, ভলিবল ও কাবাডি খেলা অনুষ্ঠিত হয়। এতে ফুটবলে খাগড়াছড়ি সদর, ভলিবল ও কাবাডিতে মহালছড়ি উপজেলা চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আরও পড়ুন