ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন নাইক্ষ্যংছড়ির ইউএনও সরওয়ার কামাল

15555082_380690848932845_2073848709_nবান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঝিমিয়ে পড়া ক্রিড়াঙ্গনের উন্নয়নে বিভিন্ন সংগঠনকে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন নাইক্ষ্যংছড়ির ইউএনও সরওয়ার কামাল।
আজ শেখ জামাল আয়োজিত জেলা পরিষদ প্রদত্ত ক্রিড়া সামগ্রী বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি এসএম সরওয়ার কামাল।
এসময় তিনি শেখ জামাল বাইশারী ও শেখ জামাল ঘুমঘুম ইউনিয়ন, আই টি ক্লাব, মদিনাতুল উলুম আলীম মাদরাসা, বালিকা উচ্চ বিদ্যালয়, হাজী এমএ কালাম কলেজ, ছালেহ আহাম্মদ সরকারী উচ্চ বিদ্যালয়, নির্মান শ্রমীক সমবায় সমিতি, শেখ জামাল নাইক্ষ্যংছড়ি সদর সহ বিভিন্ন ক্রিড়া সংগঠন এর হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন।
অবহেলিত ক্রিড়াঙ্গনে মানসম্মত পেশাদার ক্রীড়াবিদ গড়ে তোলা ও নতুন প্রজন্মকে মাদক মুক্ত সুস্থ সমাজ উপহার দেয়ার লক্ষে ক্রীড়া ও সামাজিক উন্নয়নমূলক এই প্রতিষ্ঠান প্রতিবছর ক্রীড়া প্রশিক্ষণ ও পৃষ্টপোষকতা করে আসছে বলে জানিয়েছেন আয়োজক সংগঠন “শেখ জামাল নাইক্ষ্যংছড়ি”এর পরিচালক সাইফুদ্দিন মামুন শিমুল।

আরও পড়ুন