ক্ষুদ্র নৃগোষ্ঠীর ১৬ শিক্ষার্থীকে প্রধানমন্ত্রীর বৃত্তি প্রদান

purabi burmese market

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)
ক্ষুদ্র নৃগোষ্ঠীর ১৬ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার প্রধানমন্ত্রী কার্যালয়ে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন,,‘বাংলাদেশের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য ‍জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাজীবন জেলজুলুম সহ্য করেছেন। সবাই যাতে নিজ ভাষায় পড়ার সুযোগ পায় সে চেষ্টা করা হচ্ছে। সেটা তখনই পারব যখন ক্ষধামুক্ত দারিদ্রমমুক্ত বাংলাদেশ গড়তে পারবো।’
তিনি আরও বলেন,‘আমাদের এই ছেলেমেয়েরা নিজ নিজ গোষ্ঠীর পোশাক পরে এসেছে। এখন আধুনিক যুগ, সবাই আধুনিক পোশাক পরে কিন্তু বিশেষ দিনে নিজেদের পোশাক পরলে স্বকীয়তা প্রকাশ পায়। সেজন্য সবাইকে ধন্যবাদ।’

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।