খাগড়াছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিকের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

purabi burmese market

“পার্বত্য চট্টগ্রামের নিরীহ জুম্মদের নিয়ে বিভেদপন্থীদের নব্য ষড়যন্ত্র প্রতিহত করে পার্বত্য চুক্তি পূর্ণ বাস্তবায়নের সংগ্রামে ঐক্যবদ্ধ হোন” স্লোগানে পাহাড়ের অন্যতম আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) গনতান্ত্রিক’র ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

আজ ১৫ নভেম্বর (সোমবার) সকালে খাগড়াছড়িতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) গনতান্ত্রিকের কেন্দ্রীয় সভাপতি শ্যামল চাকমার সভাপতিত্বে ও পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)’র সভাপতি দীপন চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট সমাজ সেবক মনিষ তালুকদার বলেন, প্রতিষ্ঠার পর থেকেই ইউপিডিএফ গনতান্ত্রিক জুম্ম জাতির অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে৷ পাহাড়ে শান্তি চুক্তির দ্রুত বাস্তবায়ন হলে জুম্ম জাতির অধিকার প্রতিষ্ঠিত হবে৷

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় জনসংহতি সমিতির (এমএন লারমা) নেতা সিন্ধু কুমার চাকমা সহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।