পার্বত্য চট্টগ্রামে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে অভিযোগ তুলে তা বন্ধের দাবিতে রোববার খাগড়াছড়িতে সড়ক অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ- প্রসীত)। সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আধাবেলা তারা এ অবরোধ পালন করবে।
গত শুক্রবার বিকেলে খাগড়াছড়ি সদরে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা দেয়া হয়। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সংগঠনটির প্রচার ও প্রকাশনা বিভাগের মুখপাত্র নিরন চাকমা।
বিবৃতিতে রোববার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি সফল করতে জেলার সব যানবাহন মালিক ও শ্রমিক সংগঠনসহ সর্বস্তরের জনসাধারণের প্রতি অনুরোধ জানান সংগঠনটির জেলা সংগঠক অংগ্য মারমা।
পার্বত্য চট্টগ্রামে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে অভিযোগ তুলে তা বন্ধের দাবিতে রোববার খাগড়াছড়িতে সড়ক অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ- প্রসীত)। সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আধাবেলা তারা এ অবরোধ পালন করবে।
গত শুক্রবার বিকেলে খাগড়াছড়ি সদরে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা দেয়া হয়। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সংগঠনটির প্রচার ও প্রকাশনা বিভাগের মুখপাত্র নিরন চাকমা।
বিবৃতিতে রোববার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি সফল করতে জেলার সব যানবাহন মালিক ও শ্রমিক সংগঠনসহ সর্বস্তরের জনসাধারণের প্রতি অনুরোধ জানান সংগঠনটির জেলা সংগঠক অংগ্য মারমা।
কর্মসূচি চলাকালে ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও লাশবাহী, জরুরি ওষুধ সরবরাহ ও সংবাদপত্রের কাজে ব্যবহৃত গাড়ি এই অবরোধের আওতামুক্ত থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।