খাগড়াছড়িতে কাল আধাবেলা সড়ক অবরোধ

পার্বত্য চট্টগ্রামে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে অভিযোগ তুলে তা বন্ধের দাবিতে রোববার খাগড়াছড়িতে সড়ক অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ- প্রসীত)। সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আধাবেলা তারা এ অবরোধ পালন করবে।

গত শুক্রবার বিকেলে খাগড়াছড়ি সদরে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা দেয়া হয়। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সংগঠনটির প্রচার ও প্রকাশনা বিভাগের মুখপাত্র নিরন চাকমা।

বিবৃতিতে রোববার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি সফল করতে জেলার সব যানবাহন মালিক ও শ্রমিক সংগঠনসহ সর্বস্তরের জনসাধারণের প্রতি অনুরোধ জানান সংগঠনটির জেলা সংগঠক অংগ্য মারমা।

NewsDetails_03

পার্বত্য চট্টগ্রামে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে অভিযোগ তুলে তা বন্ধের দাবিতে রোববার খাগড়াছড়িতে সড়ক অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ- প্রসীত)। সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আধাবেলা তারা এ অবরোধ পালন করবে।

গত শুক্রবার বিকেলে খাগড়াছড়ি সদরে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা দেয়া হয়। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সংগঠনটির প্রচার ও প্রকাশনা বিভাগের মুখপাত্র নিরন চাকমা।

বিবৃতিতে রোববার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি সফল করতে জেলার সব যানবাহন মালিক ও শ্রমিক সংগঠনসহ সর্বস্তরের জনসাধারণের প্রতি অনুরোধ জানান সংগঠনটির জেলা সংগঠক অংগ্য মারমা।

কর্মসূচি চলাকালে ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও লাশবাহী, জরুরি ওষুধ সরবরাহ ও সংবাদপত্রের কাজে ব্যবহৃত গাড়ি এই অবরোধের আওতামুক্ত থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আরও পড়ুন