খাগড়াছড়িতে গুলিতে ইউপিডিএফ কর্মী নিহত, আহত ১

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় প্রতিপক্ষের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেট ফ্রন্ট ইউপিডিএফ(মূল) দলের সুবি ত্রিপুরা নামে ১জন সদস্য নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় নিহতের বোন তারাবতী ত্রিপুরা নামে আরেকজন আহত হয়।

স্থানীয় সূত্র জানায়, আজ বুধবার ভোর ৬টার দিকে মাটিরাঙ্গার তাইন্দং ইউনিয়নের হেডম্যান পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

NewsDetails_03

এ নিয়ে ইউপিডিএফের মুখপাত্র নিরন চাকমার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

এছাড়া ইউনাইটেড পিপলস ডেমোক্রেট ফ্রন্ট ইউপিডিএফ (মূল) জেলা সংগঠক অংগ্য মারমা জানান, তাদের সাধারন কর্মীদের উপর অর্তকিত হামলা চালালে সুবি ত্রিপুরা ঘটনাস্থলে মারা যায়৷ তিনি এ ঘটনার জন্য সন্তু লারমা’র জেএসএসকে দায়ী করেছেন।

খাগড়াছড়ি পুলিশ সুপার আরেফিন জুয়েল বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, ঘটনার বিষয়টি ইতোমধ্যে অবগত হয়েছি। ঘটনাটি দুর্গম হওয়ায় এখনো পুলিশ যেতে পারছে না। তবে পুলিশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।

আরও পড়ুন