খাগড়াছড়িতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবি এবং জামায়াতের নিবন্ধন ও প্রতীক ফিরিয়ে পাওয়ার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার(১৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি জেলার ব্যানারে সকাল ১১টায় জেলা আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেনের নেতৃত্বে চেঙ্গি স্কোয়ার থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

NewsDetails_03

সমাবেশে বক্তরা আন্তর্জাতিক অপরাধ আদালতে সরকারের দায়ে করা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় সরকার দলীয় লোকদের মিথ্যা সাক্ষ্যের ভিত্তিতে তাঁকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে। যা সম্পূর্ণ ভিত্তিহীন। ২০২৪ সালে জুলাই অভ্যুত্থানের মুখে স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরও রাজনৈতিক মিথ্যা মামলায় ফ্যাসিস্ট সরকারের গ্রেফতারকৃত অনেক নেতাকর্মী মুক্তিলাভ করলেও চরম জুলুম-নির্যাতনের শিকার এটিএম আজহারুল ইসলামকে অন্তর্বর্তী সরকারের ক্ষমতা গ্রহণের ৬ মাসেরও অধিক সময় অতিবাহিত হওয়া সত্ত্বেও মুক্তিলাভ করা হয়নি। জামায়াত স্বৈরশাসনামলে জুলুম এবং নির্যাতনের শিকার হয়েছে। আর স্বৈরশাসন মুক্ত বাংলাদেশে জামায়াতে ইসলামী এখনো বৈষম্যের শিকার হচ্ছে। আমরা এমন বৈষম্যের জন্য স্বৈরাচার থেকে দেশ স্বাধীন করেনি।

অনতিবিলম্বে জামায়াতের দলীয় প্রতীক সহ নিবন্ধন ফিরিয়ে দেয়ার জন্য সরকারের নিকট জোর দাবি জানানো হয়। যদি দ্রুততম সময়ের মধ্যে এটিএম আজহারুল ইসলামের মুক্তি, জামায়াতের দলীয় প্রতীক সহ নিবন্ধন ফিরিয়ে দেওয়া না হয় তাহলে দেশের জনগণকে সাথে নিয়ে কঠোর কর্মসূচি নেয়ার কথা জানান তারা।

সমাবেশে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী, জাতীয় সংসদের ২৯৮ নং খাগড়াছড়ি আসনের জামায়াত মনোনীত প্রার্থী এডভোকেট এয়াকুব আলী চৌধুরী, জামায়াতের জেলা সেক্রেটারি মিনহাজুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খাগড়াছড়ি জেলা সভাপতি আব্দুল মান্নান, জামায়াতের খাগড়াছড়ি সদর উপজেলা আমীর ও জেলা কর্মপরিষদ সদস্য মোঃ ইলিয়াছ, ইসলামী ছাত্রশিবির খাগড়াছড়ি জেলা সভাপতি মোঃ মাঈন উদ্দিন এবং জেলা ও উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আরও পড়ুন