খাগড়াছড়িতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট করোনায় আক্রান্ত

NewsDetails_01

খাগড়াছড়িতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ।

মঙ্গলবার (০৯ জুন) জেলায় আরো ৯ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। এদের মধ্যে একজন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ।

NewsDetails_03

এ নিয়ে পাহাড়ী জেলা খাগড়াছড়িতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৪ জনে । গুইমারা ও লক্ষীছড়ি ছাড়া খাগড়াছড়ির ৭ উপজেলায় করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ির সিভিল সার্জন ডাক্তার নুপুর কান্তি দাশ। তিনি জানান, নতুন করে করোনায় আক্রান্ত ৭ জন। এদের মধ্যে সদর উপজেলায় ৪ জন,মাটিরাঙায় ১,মানিকছড়িতে ২ জন , রামগড়ে ২ জনের করোনা শনাক্ত হয় ।

সিভিল সার্জন জানান,আক্রান্তরা সবাই হোম কোয়ারান্টাইনে আছে । নমুনা সংগ্রহ করার পর তাদের হোম কোয়ারেন্টােইনে রাখা হয় । তাদের আইসোলেশনে রাখার ব্যবস্থা করা হবে । এনিয়ে জেলায় আক্রান্ত ৫৪ জন, এদের মধ্যে সুস্থ হয়েছে ১৮ জন ।

আরও পড়ুন