খাগড়াছড়িতে জেলা প্রশাসক টি২০ ক্রিকেট গোল্ডকাপ টুর্ণামেন্ট ২য় আসর’র শুভ উদ্বোধন করা হয়েছে।
খাগড়াছড়ি জেলা প্রশাসন আয়োজনে জেলা ক্রীড়া সংস্থা ব্যবস্থাপনায় আজ সোমবার (২২ ফেব্রুয়ারি) সকালে খাগড়াছড়ি স্টেডিয়ামে জেলা প্রশাসক টি ২০ ক্রিকেট গোল্ডকাপ টুর্ণামেন্ট উদ্বোধন হয়।
এই উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় সামনে থেকে আনন্দ শোভাযাত্রা বের হয় খাগড়াছড়ি শাপলা চত্তর ঘুরে পৌরসভা কার্যালয় সামনে পৌঁছলে শোভাযাত্রাটি শেষ হয়।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতিও জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।
জেলা প্রশাসক টি২০ ক্রিকেট উপকমিটি আহ্বায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ হাবিব উল্লাহ সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল আজিজ, সদর উপজেলা চেয়ারম্যান মো. শানে আলম, পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা পরিষদ সদস্যও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমাসহ সংশ্লিষ্টরা ।
জেলা প্রশাসক টি২০ ক্রিকেট উদ্বোধন দিনে খেলতে মাঠে নেমেছেন প্রজম্ম ক্লাব বনাম গোল্ডেন স্টার ক্লাব। টুর্ণামেন্টে ১৬ টি ক্লাব খেলায় অংশ গ্রহণ করবে।