খাগড়াছড়িতে দিনব্যাপী ইয়ুথ কার্নিভ্যাল অনুষ্ঠিত
আস্থার দীপ্তি, তারুণ্যে মুক্তি এই প্রতিপাদ্যে খাগড়াছড়িতে ইয়ুথ গ্রুপ ও সিভিক প্লাটফর্ম আয়োজনে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ‘তৃণমূল উন্নয়ন সংস্থা’র সহযোগিতায় অনুষ্ঠিত হলো দিনব্যাপী ইয়ুথ কার্নিভ্যাল। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার ৯টি উপজেলার ২৭০ জন ইয়ুথ সদস্য অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার। সভাপতিত্ব করেন সিভিক প্লাটফর্মের সভাপতি সাধন কুমার চাকমা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ তফিকুল আলম, পার্বত্য জেলা পরিষদের সদস্য শেফালিকা ত্রিপুরা ও জয়া ত্রিপুরা, এবং জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক রোকেয়া বেগম।

স্বাগত বক্তব্যে তৃণমূল উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিপন চাকমা বলেন, তরুণদের দক্ষতা বৃদ্ধি, গণতন্ত্র, সুশাসন, শান্তি ও অহিংস সমাজ গঠনে ভূমিকা রাখার লক্ষ্যে এই আয়োজন।
অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে যুবদের ভাবনা ও প্রতিশ্রুতি নিয়ে আলোচনা এবং পুরস্কার বিতরণ করা হয়। দিনব্যাপী এ আয়োজনে সন্ধ্যায় স্থানীয় শিল্পী ও যুবদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
তরুণদের দক্ষতা উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই ইয়ুথ কার্নিভ্যাল অংশ গ্রহণকারীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছে। ভবিষ্যতেও এমন আয়োজনের দাবি জানিয়েছেন অংশগ্রহণকারী যুবরা।