খাগড়াছড়িতে দেবীর দর্পণ-বিসর্জনের নানা আয়োজন

NewsDetails_01

আজ মঙ্গলবার বিজয়া দশমী। শারদীয় দুর্গাপূজার শেষ দিন। কৈলাসে ফিরে যাবেন দুর্গা। তাই খাগড়াছড়িতে মন্ডপে মন্ডপে বিষাদের সুর। আনন্দ-বিষাদের ছাপ নিয়ে দূর্গার দর্শন, প্রার্থনায় পূজামন্ডপে ভিড় করছেন ভক্ত-অনুসারীরা।

সকাল থেকে দেবীর দর্পণ-বিসর্জনের নানা আনুষ্ঠানিকতা পালন হচ্ছে সবক’টি মন্ডপে। বিহিতপূজার মধ্য দিয়ে শুরু হয় দশমীর দিন। পরবর্তীতে চলে ধর্মীয় নানা আয়োজন। পূজা শেষে দর্পণ-বিসর্জন দেওয়া হবে দেবী দুর্গাকে।

NewsDetails_03

জেলা শহরের শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দির, জগন্নাথ মন্দির, গীতা আশ্রম মন্দির, ঠাকুরছড়া শিব মন্দির, ভুবনেশ্বরী কালী মন্দির, খাগড়াপুর অখন্ড মন্ডলী মন্দিরে পূজার্থীদের ভিড় দেখা গেছে। দেবীর বন্দনা, প্রার্থনায় মগ্ন থেকেছেন বিভিন্ন বয়সী নারী-পুরুষ।

শুভ শক্তিকে কাজে লাগিয়ে সকল ভক্ত এবং সমগ্র পৃথিবী যেন সুখ, শান্তি, জ্ঞান ও মঙ্গলময় হয় মায়ের চরণে আবেদন জানিয়েছেন পূজারীরা।

খাগড়াছড়ির শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দির এর পুরোহিত রতন চক্রবর্তী বলেন, এবারে জেলায় দূর্গার আগমন ও গমনে আনন্দ উল্লাসের মাত্রা গত কয়েক বছরকে ছাড়িয়ে গেছে।

আরও পড়ুন