খাগড়াছড়িতে ধর্ম অবমাননার প্রতিবাদে বিক্ষোভ

NewsDetails_01

আল্লাহ ও মহানবী হযরত মুহাম্মদ (সা:)-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে এবং অবমাননাকারী সুইডেন চাকমাসহ ষড়যন্ত্রকারীদের বিচারের দাবীতে বিক্ষোভ হয়েছে।

NewsDetails_03

আজ বুধবার সকালে খাগড়াছড়ি শহরের মুক্তমঞ্চে তাওহীদি ছাত্র জনতার ব্যানারে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তারা ছাত্র জনতার বিপ্লব পরবর্তী শান্তিপূর্ণ অবস্থানকে প্রশ্নবিদ্ধ করতে একটি অপশক্তি ষড়যন্ত্র করছে অভিযোগ করে ধর্ম অবমাননাকারীদে আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবী জানান। অন্যথায় পাহাড় সমতল সর্বত্র কঠোর কর্মসূচি ঘোষণার হুশিঁয়ারী দেয়া হয়। সমাবেশের আগে জেলা শহরের বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে মুক্তমঞ্চে জড়ো হয় বিক্ষোভকারীরা।

আরও পড়ুন