খাগড়াছড়িতে নদীতে ডুবে ২ জনের মৃত্যু

NewsDetails_01

খাগড়াছড়ি সদরের গঞ্জপাড়া এলাকায় চেঙ্গী নদীতে ডুবে ২ জনের মৃত্যু হয়েছে। আজ শনিবার (৯ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটেছে।

মৃতরা হলো, উত্তর গঞ্জপাড়ার নুরুল আলমের ছেলে মো. শামীম (৭) ও শালবন শাপলা মোড় এলাকার বাসিন্দা মো. রবিউল ইসলামের ছেলে মো. আলমগীর হোসেন (২৬)।

NewsDetails_03

জানা গেছে, দুপুরে খেলার সময় পানিতে ডুবে যায় শামীম। তাকে বাঁচাতে গিয়ে ইটভাঙ্গার শ্রমিক মো. আলমগীর হোসেন পানিতে ঝাঁপ দেয়। সাঁতার না জানায় তারও মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন