খাগড়াছড়িতে পরাজিত প্রার্থীর বিরুদ্ধে বিজয়ী প্রার্থীর সংবাদ সম্মেলন
খাগড়াছড়ির রামগড় উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত প্রার্থী আবদুল কাদের কর্তৃক নির্বাচন নিয়ে রাজধানী ঢাকায় সংবাদ সম্মেলনের পরিপ্রেক্ষিতে পাল্টা সংবাদ সম্মেলন করেছে বিজয়ী প্রার্থী বিশ্ব প্রদীপ কুমার কার্বারী। আজ মঙ্গলবার (১৪ মে) সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাব হলরুমে এ সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
এতে আরও উপস্থিত ছিলেন রামগড় পৌর মেয়র রফিকুল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা হোসেন, সহ সভাপতি মনিন্দ্র ত্রিপুরা প্রমুখ।

সংবাদ সম্মেলনে বিজয়ী প্রার্থী বিশ্ব প্রদীপ কুমার কার্বারী অভিযোগ করে বলেন, পরাজিত প্রার্থী রামগড় পৌর আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সাধারণ সম্পাদক আবদুল কাদের নির্বাচন শেষ হওয়ার চার দিন পর ঢাকায় সংবাদ সম্মেলন করে নির্বাচনে কারচুপি, অনিয়ম, কেন্দ্র দখল এবং কর্মী সমর্থকদের হামলার অভিযোগ করেছে যা ভিত্তিহীন।
তিনি আরও বলেন, পরাজিত প্রার্থী সংবাদ সম্মেলনে বানোয়াট অভিযোগ করে আওয়ামী লীগকে কলুষিত করেছেন। উক্ত সংবাদ সম্মেলন থেকে আবদুল কাদেরের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।