পার্বত্য চুক্তির পূর্ণ বাস্তবায়নের দাবি জানিয়েছে ইউপিডিএফ (গণতান্ত্রিক)। আজ মঙ্গলবার সকাল ১১টায় খাগড়াছড়ি জেলা সদরের চেঙ্গী স্কোয়ারে এক সমাবেশে এই দাবি জানানো হয়।
ইউপিডিএফ (গণতান্ত্রিক) ও তাদের ছাত্র সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদ যৌথ উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ বক্তব্য রাখেন ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অমর চাকমা।
সমাবেশে ইউপিডিএফ-এর কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক অমল কান্তি চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর কেন্দ্রীয় সহ-সভাপতি লবিয়ত চাকমা ও সাধারণ সম্পাদক কলিন চাকমা উপস্থিত ছিলেন।
তিনি বলেন, স্বৈরাচারী সরকারের পতনের পর বৈষম্য বিরোধী অন্তবর্তী সরকার গঠিত হয়েছে। আমরা আশা করছি এই সরকার পার্বত্য চুক্তি পূর্ণ বাস্তবায়ন করবে।এই চুক্তি বাস্তবায়নে বাধা হয়ে দাঁড়াচ্ছে চুক্তি বিরোধীরা। তিনি চুক্তি বিরোধীদের কঠোর হুশিয়ার করে দিয়ে বলেন, চুক্তি বাস্তবায়নে বাধা দিলে তাদের দাঁতভাঙা জবাব দেয়া হবে।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
উল্লেখ্য; পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) পার্বত্য চুক্তি বিরোধীতা করে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ইউপিডিএফ ভেঙ্গে গঠিত হয় ইউপিডিএফ (গণতান্ত্রিক)। নব গঠিত এই সংগঠনটি শুরু থেকে পার্বত্য চুক্তি বাস্তবায়নের দাবি জানিয়ে আসছে।