খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের বিক্ষোভ
পাকুয়াখালী ৩৫ কাঠুরিয়া হত্যার বিচার, পার্বত্য চট্টগ্রাম থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান ও পাহাড়ী আঞ্চলিক সংগঠনের গুম, খুন ও চাঁদাবাজী বন্ধের দাবীতে খাগড়াছড়িতে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।
আজ সোমবার সকালে জেলা শহরের চেঙ্গী স্কোয়ার থেকে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। খাগড়াছড়ি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তমঞ্চে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে পাহাড়ে অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করে ইউপিডিএফ, জেএসএস ও কেএনএফ এর রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড বন্ধে জোরালো ভূমিকা নেয়ার দাবী জানান। শান্তিবাহিনীর সন্ত্রাসী কর্তৃক পাকুয়াখালীর ৩৫ বাঙ্গালী কাঠুরিয়াকে হত্যার সুষ্ঠু বিচার শুরু করতে নির্দেশদাতা সন্তু লারমাকে গ্রেফতারের দাবী জানানো হয়।
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো. আলমগীর কবির ও জেলা কমিটির সভাপতি লোকমান হোসেন অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন।