খাগড়াছড়িতে প্রধানমন্ত্রীর ৭৭তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল

NewsDetails_01

খাগড়াছড়িতে নানা আয়োজনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উদযাপন করা হয়েছে। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্মদিন উদযাপন উপলক্ষে মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

NewsDetails_03

আজ বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর ২০২৩) খাগড়াছড়ি জেলা শহরের নারিকেল বাগানস্থ দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এ আয়োজন করা হয়। খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনির খানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান মো.শানে আলম, উপ-দপ্তর সম্পাদক নুরুল আজম, ধর্ম বিষয়ক সম্পাদক নুর হোসেন চৌধুরী,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শওকত উল ইসলাম, জেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. রইস উদ্দিন প্রমূখ। এতে, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সদস্য মো.শামীম চৌধুরী, কাজী মো. শফিকুল ইসলাম,খাগড়াছড়ি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কেএম ইসমাইল হোসেন, জেলা মৎসজীবি লীগের ভারপ্রাপ্ত সভাপতি মিন্টু কুমার দত্ত, সদর উপজেলা যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন টিটু এতে অংশ নেয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য কামনা করে দেশ পরিচালনায় আরো সাফল্য অর্জনের লক্ষে বিশেষ দোয়া করা হয়।

আরও পড়ুন