খাগড়াছড়িতে ফুটবল টূর্ণামেন্ট শুভ উদ্বোধন

বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদের আয়োজনে এবং খাগড়াছড়ি ফুটবল একাডেমির সহযোগিতায় “বিটিজেকেএস ফুটবল টূর্ণামেন্ট–২০২৫” অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১৭ জুন ২০২৫) বিকেলে খাগড়াছড়ি জেলা সদরের ঠাকুরছড়া উচ্চ বিদ্যালয় মাঠে এ টূর্ণামেন্টের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।

উদ্বোধনী বক্তব্যে চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা বলেন, “এ ধরনের টূর্ণামেন্টের মাধ্যমে জেলার ক্রীড়াঙ্গন আরও সমৃদ্ধ হবে এবং তরুণ প্রজন্ম খেলাধুলার প্রতি আগ্রহী হয়ে উঠবে—এটাই আমাদের প্রত্যাশা।”

NewsDetails_03

আয়োজক সংগঠন বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদের পক্ষ থেকে জানানো হয়, এবারই প্রথমবারের মতো পুরুষদের জন্য এই টূর্ণামেন্ট আয়োজন করা হয়েছে। আগামীতে নারী খেলোয়াড়দের নিয়েও টূর্ণামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে।

ফুটবল টূর্ণামেন্টে জেলার বিভিন্ন অঞ্চল থেকে মোট ২২টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় বেতছড়ি মারমা পাড়া একাদশ বনাম খুমপৈ ক্লাব মুখোমুখি হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ধনেশ্বর ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি লায়ন নবলেশ্বর ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের খাগড়াছড়ি সদর আঞ্চলিক শাখার প্রতিনিধি খোকন বিকাশ ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদের খাগড়াছড়ি সদর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক রেভিলিয়াম রোয়াজা, গোলাবাড়ি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য মিলি ত্রিপুরা, রাম কুমার ত্রিপুরা, ঠাকুরছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনক ত্রিপুরা, ক্রীড়া সম্পাদক ও কোচ জ্যোতিষ বসু ত্রিপুরা, ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরামের কেন্দ্রীয় সভাপতি খঞ্জন জ্যোতি ত্রিপুরা,সহ আয়োজক কমিটির নেতৃবৃন্দ।

টূর্ণামেন্ট চলাকালীন সময়ে প্রতিদিন বিকেলে বিভিন্ন দলে খেলা অনুষ্ঠিত হবে এবং ফাইনাল ম্যাচ শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

আরও পড়ুন