খাগড়াছড়িতে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন’র কমিটি গঠন

NewsDetails_01

বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন খাগড়াছড়ি জেলা শাখার কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।

গত ১৪ অক্টোবর (শুক্রবার) সকাল ১০ টায় খাগড়াছড়ি সদরের সড়ক পরিবহন মালিক গ্রুপের হলরুমে সংগঠনটির পুরাতন কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করেন নেতৃবৃন্দরা।

NewsDetails_03

বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন খাগড়াছড়ি জেলা শাখার সদ্য বিদায়ী সভাপতি এস এম জাহাঙ্গীর আলম’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের পরিচালক মাহবুবুল আলম খান।

সভা শেষে পুরাতন কমিটি বিলুপ্ত করে সংগঠনটির সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক কে এম ইসমাইল হোসেন’কে সভাপতি ও মোঃ আবদুল কাদেরকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যের কার্যকরী কমিটি গঠন করা হয়।

কমিটিতে প্রিয়দর্শী বড়ুয়া ও ফজলুল করিম পাটোয়ারীকে সহ সভাপতি, কাজল বড়ুয়াকে যুগ্ম সম্পাদক,জীবক চাকমাকে কোষাধ্যক্ষ, অশোক দত্তকে দপ্তর সম্পাদক, পরিতোষ সাহাকে প্রচার সম্পাদক সহ বিপ্লব বড়ুয়া, নুরুল ইসলাম ও জাকির হোসেনকে সদস্য নির্বাচিত করা হয়৷

আরও পড়ুন