খাগড়াছড়িতে বিপন্ন ভাষাসমূহ পুনরুজ্জীবন নিয়ে কর্মশালা

NewsDetails_01

বিপন্ন ভাষাসমূহের পুনরুজ্জীবন এবং বাংলাদেশের সরকারী কার্যক্রমে শিক্ষা কর্মসূচির জন্য লক্ষিত ভাষাসমূহের প্রস্তুতিমূলক কার্যক্রমে সহায়তা মূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে

আজ বৃহস্পতিবার দুপুরে স্থানীয় উন্নয়ন সংস্থা জাবারাং এর উদ্যোগে খাগড়াছড়ি জেলা পরিষদের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

NewsDetails_03

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেযারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।
অনুষ্ঠানে নতুন খাসিয়া, মনিপুরি, মৈতৈ মুনিপুরি বিষ্ণুপ্রিয়া, তঞ্চঙ্গ্যা, বম ও ম্রো ৬টি ক্ষুদ্র নৃ- গোষ্ঠির মাতৃভাষার চালু নিয়ে আলোচনা করা হয়। বর্তমানে তিন পার্বত্য জেলায় চাকমা, মারমা ও ত্রিপুরা তিনটি ক্ষুদ্র নৃ গোষ্ঠির মাতৃভাষার প্রাথমিক শিক্ষা চালু রয়েছে।

অনুষ্ঠানে জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, জাবারাং এর নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরাসহ বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, লেখকগন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন