খাগড়াছড়িতে মঞ্চায়ন হলো নাটক ‘শেখ মুজিবের মেয়ে ‘
বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ উপলক্ষে খাগড়াছড়িতে মঞ্চায়ন হলো নাটক ‘শেখ মুজিবের মেয়ে’। গত ২০ ফেব্রুয়ারি (শনিবার) সন্ধ্যায় খাগড়াছড়ি জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে শিল্পকলা একাডেমি মঞ্চে পিযুষ কান্তি বড়ুয়ার রচনায় ও মর্তুজা পলাশের নির্দেশনায় মঞ্চায়িত হয় নাটকটি।
জ্যেষ্ঠ সাংবাদিক চৌধুরী আতাউর রহমান রানা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শানে আলম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার অনু সিনথিয়া চাকমা প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক জিতেন বড়ুয়া।
এ সময় বক্তারা বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ উপলক্ষে ‘শেখ মুজিবের মেয়ে’ নাটকটি মঞ্চায়নে আয়োজকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।