খাগড়াছড়িতে মহান মে দিবস উপলক্ষ্যে র‌্যালী

খাগড়াছড়িতে শ্রমিক মালিক ঐক্য গড়ি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি এই প্রতিপাদ্যকে সামনে রেখে মহান মে দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠান হয়েছে।

NewsDetails_03

আজ সোমবার সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসন আয়োজনে দিবসটি উপলক্ষে টাউন হল প্রাঙ্গন থেকে এক বণার্ঢ্য র‌্যালী বের হয়ে শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হলে এসে র‌্যালী শেষ হয়। পরে টাউনহল চেতনা মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো: সহিদুজ্জামনান সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরনার্থী বিষয়ক টাক্সফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

এতে পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা, সদর উপজেলা চেয়ারম্যান মো. শানে আলম, জেলা পরিষদ সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, জেলা আওয়ামী লীগে নেতা দিদারুল আলম দিদারসহ জনপ্রতিনিধি ও বিভিন্নশ্রমিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন