খাগড়াছড়ি রেঁনেসা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর বার্ষিক সাধারণ সভা শনিবার দুপুরে খাগড়াছড়ি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় সভাপতিত্ব করেন রেঁনেসা ক্লাবের সভাপতি প্রার্থিব মারমা। রেঁনেসা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী (অপু), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া মংক্যচিং চৌধুরী, ক্যাজরী মারমা, জেলা সমবায় কর্মকর্তা উৎপল চাকমা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সনজীব ত্রিপুরা, প্রধান শিক্ষক অংপ্রু মারমা, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী।
সাধারণ সভায় বক্তারা বলেন, প্রতিটি গ্রামে সমবায় সমিতি গড়ে তুললে সেখানে মিল কারখানা গড়ে উঠবে। তৃনমুল পর্যায়ের অসহায় মানুষ সেই সমিতি থেকে ছোট ছোট ঋন দিয়ে নিজেদেরকে আত্মনির্ভরশীল হতে সাহায্যে করবে।