খাগড়াছড়িতে রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের প্রতিষ্ঠাতা মহাত্মা জিন হেনরি ডুনান্টের ১৯৭তম জন্মবার্ষিকী এবং ৮ মে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, খাগড়াছড়ি ইউনিটের আয়োজনে র‍্যালি, আলোচনা সভা, পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (৮ মে ২০২৫) সকালে খাগড়াছড়ি অফিসার্স ক্লাব মিলনায়তনে ‘On the side of Humanity’—এই প্রতিপাদ্যে অনুষ্ঠিত আলোচনা সভার পূর্বে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন রেড ক্রিসেন্ট ইউনিট কার্যালয় প্রাঙ্গণে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। পতাকা উত্তোলনের পর প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে অফিসার্স ক্লাব মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা। ইউনিট অফিসার আবদুল গনি মজুমদারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল ইসলাম এবং মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম।

NewsDetails_03

বক্তারা বলেন, “প্রাকৃতিক দুর্যোগ, দুর্ঘটনা বা মানবিক সংকটে সর্বপ্রথম এগিয়ে আসে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরা। মানবতার পাশে থেকে কাজ করাই এ সংগঠনের মূল লক্ষ্য। তরুণদের এই মহতী কাজে অংশগ্রহণ বাড়াতে হবে।”

অনুষ্ঠান শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ তুলে দেন অতিথিবৃন্দ।

পরবর্তীতে খাগড়াছড়ি জেলা যুব রেড ক্রিসেন্ট ইউনিট এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের যুব রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্যদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন হয়।

আরও পড়ুন