খাগড়াছড়িতে সেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

সংগ্রাম ও গৌরবময় পথচলায় খাগড়াছড়িতে বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

আজ ২৭ জুলাই (মঙ্গলবার) সকালে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন, কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।

NewsDetails_03

খাগড়াছড়ি জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) আবুল কাশেম’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা রণ বিক্রম ত্রিপুরা।

এ সময় আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, সাংগঠনিক সম্পাদক পার্থ ত্রিপুরা জুয়েল, দপ্তর সম্পাদক চন্দন কুমার দে, জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক দেবেশ বরন ত্রিপুরা প্রমূখ।

আরও পড়ুন