খাগড়াছড়িতে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনার প্রতিবাদে কাল সড়ক অবরোধ

খাগড়াছড়ি সদর উপজেলায় গতকাল মঙ্গলবার রাতে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে এক স্কুলছাত্রী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় আজ বুধবার সকালে সেনাবাহিনীর সদর জোনের সহযোগিতায় শয়ন শীল নামের একজনকে আটক করেছে পুলিশ। পরে তাঁকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

NewsDetails_03

এদিকে স্কুলছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে ও অভিযুক্ত ব্যক্তিদের বিচারের দাবিতে আগামীকাল বৃহস্পতিবার আধা বেলা সড়ক অবরোধের ডাক দিয়েছে জুম্ম ছাত্র-জনতা।

এ বিষয়ে খাগড়াছড়ির জেলা পুলিশ সুপার আরেফিন জুয়েল বলেন, আগামীকাল সড়ক অবরোধ শুনেছি। তবে মামলার পর এরই মধ্যে একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন