খাগড়াছড়িতে ১১২ পরিবারকে রেড ক্রিসেন্টে’র অনুদান বিতরণ
খাগড়াছড়ি জেলার মহালছড়ি ও পানছড়ি উপজেলাধীন দুই কমিউনিটির ১১২ পরিবারকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কর্তৃক পরিচালিত ইকোসেক প্রকল্পের মাধ্যমে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
আজ বুধবার (১৫ জুন) বেলা ১১টায় পানছড়ি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সিংচা পাড়া কমিউনিটির ৩২ পরিবারের মাঝে চেক হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মো. শানে আলম, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মংক্য চিং চৌধুরী, ইকোসেক প্রকল্পের ফোকাল পার্সন বাকী বিল্লাহ, আন্তর্জাতিক রেড ক্রস কমিটির ইকোসেক কোর্ডিনেটর মাহাফুজুল হক, খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী সদস্য ধীমান খীসা, পানছড়ি প্রেসক্লাব সভাপতি জয়নাথ দেব, ইউনিট কর্মকর্তা আব্দুল গনি মজুমদার প্রমূখ।
এর আগে গত মঙ্গলবার (১৪ জুন) বেলা ১১টায় মহালছড়ি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে চৌংড়াছড়ি উত্তর পাড়া কমিউনিটির ৮০ পরিবারকে আনুষ্ঠানিকভাবে চেক হস্তান্তর করা হয়।
এতে খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মো. শানে আলম, মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, উপজেলা ভাইস-চেয়ারম্যান মো. জসিম উদ্দিন ছাড়াও রেড ক্রিসেন্ট সোসাইটি ও আন্তর্জাতিক রেড ক্রস কমিটির ইকোসেক প্রকল্পের উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পূর্ণ অফেরতযোগ্য অনুদান সমূহ সুফলভোগীদের প্রকল্প প্রস্তাবনার বিপরীতে বিনিয়োগ কার্যসম্পাদন করে লভ্যাংশ পরিবারের অর্থনৈতিক উন্নয়নে কাজে লাগিয়ে জীবনমানের উল্লেখযোগ্য পরিবর্তন ঘটানোই প্রকল্পের মূল উদ্দেশ্য বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উল্লেখ্য, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষে পার্বত্য তিন জেলায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সিডি বিভাগ ও আন্তর্জাতিক রেড ক্রস কমিটি যৌথভাবে ইকোসেক প্রকল্পটি বাস্তবায়ন করছে। এর আওতায় ২০১৪ সাল থেকে প্রকল্পটির আওতায় অতি দরিদ্র ৩৯টি কমিউনিটিতে কর্মসূচী বাস্তবায়ন হয়েছে।