খাগড়াছড়ির ভাইবোনছড়া মডেল বাজারের উদ্বোধন

দেশব্যাপী গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নে ভাইবোনছড়া মডেল বাজারের শুভ উদ্বোধন করেছেন পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।

গত বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা। পরিষদের সদস্য প্রশান্ত কুমার ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিষদের সদস্য কংজপ্রু মারমা, মোঃ মাহবুব আলম, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা ম্রাসাথোয়াই মারমা, ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজন চাকমা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

NewsDetails_03

উদ্বোধন শেষে চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন এবং বাজারের বিভিন্ন সমস্যা পর্যবেক্ষণ করেন। এসময় তিনি বলেন, “চাঁদাবাজি বরদাশত করা হবে না। কেউ চাঁদাবাজি করলে গণধোলাই দিয়ে দেবেন। সবাই মিলেমিশে ব্যবসা করতে হবে এবং বাজার উন্নয়নে পরিকল্পিত উদ্যোগ নিতে হবে।”

পরে তিনি বিশ্ব মানবতার কল্যাণ, কলিহত জীবের দুঃখ মোচন ও শান্তি কামনায় আয়োজিত শ্রী শ্রী শিব চতুর্দশী মহোৎসবে অংশগ্রহণ করেন। ভাইবোনছড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের বড় রাইতেসা পাড়ায় অবস্থিত শ্রী শ্রী সার্বজনীন শিব মন্দিরের উদ্যোগে বলং হামারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত চতুরপ্রহর ব্যাপী মহানামযজ্ঞে উপস্থিত হয়ে আয়োজক কমিটির হাতে প্রণামী হিসেবে আর্থিক অনুদান প্রদান করেন।

সন্ধ্যায় জেলা শহরের ঠাকুরছড়া এলাকায় অনুষ্ঠিত ষোল প্রহর ব্যাপী মহানামযজ্ঞ উৎসবে যোগ দেন জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।

আরও পড়ুন