খাগড়াছড়ি ইসলামিয়া আলিম মাদ্রাসার পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

খাগড়াছড়ি ইসলামিয়া আলিম মাদ্রাসার ২০২৫ সালের আলিম পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ।

আজ রবিবার (২২ জুন ২০২৫) বিকেলে মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা। তিনি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “ভালো করে পড়াশোনা করে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। নারী শিক্ষার প্রসার ঘটিয়ে সমাজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি দেশ গঠনে অবদান রাখতে হবে।”

এ সময় মাদ্রাসার অবকাঠামোগত বিভিন্ন সমস্যার কথা তুলে ধরা হলে তা সমাধানের আশ্বাস দেন তিনি।

NewsDetails_03

অনুষ্ঠানে মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ আবুল কাসেম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার, মাদ্রাসার প্রভাষক মোঃ মাওলানা ইব্রাহিম মিয়াজি ও প্রভাষক এ টি এম নেচাউল্লাহ।

মাদ্রাসা কর্তৃপক্ষ জানান, প্রতিষ্ঠানটি আলিম পরীক্ষা কেন্দ্র হলেও এখনো পর্যন্ত সীমানা প্রাচীর ও মূল গেইট না থাকায় বিভিন্ন সময় নিরাপত্তাজনিত সমস্যার সম্মুখীন হতে হয়। এছাড়া অসমাপ্ত অবকাঠামোগত উন্নয়ন কাজগুলো সম্পন্ন করার জন্য পার্বত্য জেলা পরিষদের দৃষ্টি আকর্ষণ করা হয়।

অনুষ্ঠান শেষে অতিথিরা মাদ্রাসার শতাধিক আলিম পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন।
পরিশেষে চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়।

আরও পড়ুন