খাগড়াছড়ি জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার আবু জাফর মোহাম্মদ ছালেহ্

NewsDetails_01

খাগড়াছড়ি জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন, সহকারী পুলিশ সুপার মাটিরাঙ্গা সার্কেল আবু জাফর মোহাম্মদ ছালেহ্।

NewsDetails_03

সোমবার (৫ জুন) মাসিক কল্যাণ ও অপরাধ সভায় অভিন্ন মানদন্ডের আলোকে খাগড়াছড়ি জেলা পুলিশের ভালো কাজ ও কর্মদক্ষতার, এপ্রিল, মে-২০২৩ মূল্যায়ন পূর্বক বিভিন্ন ক্যাটাগরিতে পর পা দুইবার জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে তাঁর নাম প্রকাশ করেন খাগড়াছড়ি পুলিশ সুপার মো: নাইমুল হক পিপিএম।

সহকারী পুলিশ সুপার মাটিরাঙ্গা সার্কেল আবু জাফর মোহাম্মদ ছালেহ্ বলেন, শ্রেষ্ঠত্ব পুরস্কার আমার দায়িত্বভার কর্মদক্ষতা আরও বেশি বাড়িয়ে দিয়েছে। মানুষের মধ্যে অপরাধ প্রবণতার হার কমানোর জন্য উদ্বুদ্ধকরণ কর্মসূচি নিয়ে কাজ করবো।

আরও পড়ুন