খাগড়াছড়ি-পানছড়ি সড়ক যোগাযোগ বন্ধ

অতি বৃষ্টি ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ি-পানছড়ি সড়কে কালভার্ট ভেঙে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। মঙ্গলবার ভোর থেকে সড়কের দক্ষিণ নালকাটা এলাকায় শুকনাছড়ি ছড়ার পানির স্রোতে কালভার্ট ডেবে রাস্তা ভেঙে পরে। এতে সকাল থেকেই সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

স্থানীয় ইউপি সদস্য বিনয় চাকমা জানান, টানা কয়েকদিন কমবেশি বৃষ্টি হচ্ছে। আজ ভোর থেকে হঠাৎ ভারী বৃষ্টিতে শুকনাছড়ি ছড়ায় পানির স্রোতে কালভার্টটি ডেবে গিয়ে সড়ক দ্বিখণ্ডিত হয়ে ভেঙ্গে যায়৷ এতে সকাল থেকেই সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

NewsDetails_03

এদিকে খবর পেয়ে উক্ত স্থানে পরিদর্শনে আসেন পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া আফরোজ।

এসময় তিনি বলেন, বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করার পাশাপাশি সড়ক ও জনপদ বিভাগকে জানিয়েছি। আশাকরি খুব দ্রুত যোগাযোগ ব্যবস্থা সচলের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন