খাগড়াছড়ির রামগড় উপজেলা থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার উপজেলার পাতাছড়া ইউনিয়নের কলাবাড়ির রামগড়-জালিয়াপাড়া সড়কের পাশে পানির ড্রেন থেকে তার লাশ উদ্ধার করা হয়। রামগড় থানার ওসি তারেক মো. আব্দুল হান্নান জানান, পানির ড্রেন নির্মাণকারী কয়েকজন শ্রমিক জুমার নামাজ শেষে রাস্তার পাশে বসে দুপুরের খাবার খাচ্ছিলেন। এসময় পচা গন্ধ পেয়ে তারা সামনে এগিয়ে গিয়ে লাশটি দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে। ওসি আরও জানান, উদ্ধারকৃত লাশটির মুখমন্ডলের প্রায় ৬০ শতাংশ গলে যাওয়ায় প্রাথমিকভাবে লাশের সুরতহাল করা সম্ভব হয়নি। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে