খাগড়াছড়িতে অটোরিক্সার ধাক্কায় শিশুর মৃত্যু

NewsDetails_01

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মঞ্জুরি চাকমা(৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১০টায় উপজেলার লতিবান ইউনিয়নের নালকাটা কিলোমিটার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুটি ওই এলাকার উজ্জ্বল চাকমার মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মায়ের সাথে নালকাটা এলাকায় রাস্তা পারাপারের সময় বেপরোয়া গতির একটি অটোরিক্সা মঞ্জুরি চাকমাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই ব্যাপারে জেলার পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের ডা: সুমেন চাকমা জানান, শিশুটির মাথায় আঘাত লাগায় অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে।
পানছড়ি থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল জাব্বার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পরিবারের পক্ষ থেকে অভিযোগ করলে পুলিশ ব্যবস্থা নিবে।

আরও পড়ুন