খাগড়াছড়িতে অপহৃত দুই শ্রমিককে উদ্ধার করেছে বিজিবি

NewsDetails_01

খাগড়াছড়ির রামগড়ে অপহরণের শিকার হওয়া দুই নির্মাণ শ্রমিককে উদ্ধার করেছে ৪৩-ব্যাটালিয়ন বিজিবি। রামগড় ৪৩-ব্যাটালিয়ন বিজিবির কমান্ডার লে. কর্নেল জাহেদুর রশিদ জানান, রামগড় উপজেলার ঢাকাইয়া কলোনি এলাকায় একটি সেতুর কাজ চলছিল। এই কাজের জন্য পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদার টাকা না দেওয়ার কারনে সন্ত্রাসীরা বুধবার সকাল ১০টার দিকে সেতু এলাকায় হামলা করে। এসময় অন্য শ্রমিকরা পালিয়ে গেলেও নুরুল ইসলাম ও ইসমাইল হোসেনকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা।
তিনি আরো জানান, ঘটনাটি জানার পর অভিযানে নামে বিজিবি। প্রায় দুই ঘণ্টা অভিযানের পর বুধবার দুপুর ১২টার দিকে রামগড় উপজেলার চৌধুরী পাড়া থেকে তাদের উদ্ধার করা হয়, তবে এই ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি। দুই নির্মাণ শ্রমিককে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন