খাগড়াছড়ি সদর থানার ওসি সাহাদত হোসেন টিটো বলেন,অপহৃতদের উদ্ধারের পর থানা থেকে স্বজন ও স্থানীয় জনপ্রতিনিধিদের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। জিজ্ঞাসাবাদে অপহৃতরা জানান, অপরিচিত কয়েকজন যুবক তাদের মহাজন পাড়া থেকে খাগড়াপুরে নিয়ে যায়, আজ মঙ্গলবার সকালে তাদের ছেড়ে দেয়।
ভাইবোন ছড়া ইউপি চেয়ারম্যান পরিমল ত্রিপুরা বলেন, আমার এলাকার ৪ ব্যবসায়ীকে উদ্ধারের পুলিশ স্বজনদের কাছে বুঝিয়ে দেয়। আমি সে সময় থানায় উপস্থিত ছিলাম।
গত ৮ আগস্ট খাগড়াছড়ি-পানছড়ি সড়কের বিভিন্ন বাজারে দোকানপাট বন্ধ করে দেয় আঞ্চলিক সংগঠনের সন্ত্রাসীরা। প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে গতকাল সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দিয়ে ফেরার পথে খাগড়াছড়ি শহরের মহাজন পাড়া থেকে ২নং গাছবান এলাকার ব্যবসায়ী সিন্ধু রায় ত্রিপুরা, সোহেল ত্রিপুরা, সুখেন্দু ত্রিপুরা ও বিমল কান্তি ত্রিপুরাকে অপহরণ করে নিয়ে যায় দূর্বৃত্তরা।