খাগড়াছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফ’র এক চাঁদাবাজ আটক

NewsDetails_01

খাগড়াছড়িতে অস্ত্র, নগদ টাকা ও পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর সাংগঠনিক নথিপত্র সহ কংজ মারমা (২৪) নামে এক যুবককে আটক করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

NewsDetails_03

আজ শনিবার (১৭ অক্টোবর) ভোরে সিন্দুকছড়ি জোনের বাটনা আর্মি ক্যাম্পের সদস্যরা রামগড়ের সিন্দুপাড়ায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরী এলজি, ৪ রাউন্ড গুলি, মুঠোফোন, নগদ টাকা ও ইউপিডিএফ প্রসীত গ্রুপের সাংগঠনিক নথিপত্র জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদ শেষে তাকে রামগড় থানায় হস্তান্তরের কথা রয়েছে। নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয় আটককৃত কংজ মারমা ইউপিডিএফ প্রসীত গ্রুপের হয়ে ওই এলাকায় চাঁদাবাজি করতো।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুজ্জামান জানান, রামগড়ের সিন্দুপাড়ায় সেনাবাহিনীর অভিযানে একজনকে আটকের কথা শুনেছি। থানায় হস্তান্তর করা হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন