পুলিশ জানায়, আটককৃত কিরণ চাকমা আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ প্রসীত গ্রুপের হয়ে এলাকায় চাঁদা সংগ্রহ করত। গোপন সংবাদের ভিত্তিতে বিলপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরী পিস্তল, এক রাউন্ড গুলি ও চাঁদা আদায়ের রশিদ বই উদ্ধার করা হয়।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন টিটো জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।
ইউপিডিএফ’র মুখপাত্র নিরন চাকমা জানান, আটককৃত ব্যক্তি সাধারণ গ্রামবাসী। ইউপিডিএফ’র ভাবমূর্তি ক্ষুণœ করতে তাকে আটক করা হয়েছে।